Wish to Donate?
প্রত্যেক মানুষেরই একটি মন থাকে ,
আর সেই মনের আছে দুইটি ধারা l
তাই কখনও কখন মন চায় কিছু ভালো
কাজ করে যেতে, মন চায় পূন্যের কাজ
করতে,মন চায় সমাজের সাহায্য করতে,
মন চায় কারো উপকার করতে, মন চায় প্রচুর বন্ধু পেতে,
সাধ জাগে মনে সম্মান পেতে l
কিন্তু টাকা আছে অর্থ আছে,
আছে বিশাল
সম্পুত্তি,আছে কলকারখানা - ব্যবসা বানিজ্য
অথচ এই ব্যস্ততম জীবনে উপকার করার
ইচ্ছেটা মন থেকে কখনও কখনও
একেবারেই হারিয়ে যায় । কারন আপনি
হয়ত একা, নয়ত জানা নেই কিভাবে ভালো কাজটি
করবেন, সমাজের হয়ে কিভাবে
সম্মানজনক কাজ করবেন,
কাকে কিভাবে সাহায্য করবেন l
আর এমন পরিস্থিতিতে আপনাকে
সেবা মুলক বা ভালো কাজ করার সহজ
পথ দেখাবে "গ্রামীন হেল্প অর্গানাইজেশন"
সংস্হাটি l
কারন সংস্থাটি কর্তৃক গ্রামের এতিম, অসহায়,
গরীব ছাত্র ও প্রতিবন্ধীদের তালিকা
আছে এবং সংস্থাটির আছে প্রায় ৩০ জন
সেচ্ছাসেবক যারা আপনাকে সহযোগিতায়
অংশ নিবে l
কিন্তু কোন ক্ষেত্রে অর্থাৎ এতিম ,
গরীব ছাত্র নাকি প্রতিবন্ধীকে সাহায্য করবেন
সেটা শুধুমাত্র নির্ধারন করতে হবে
আপনার নিজকেই l
অর্থাৎ আপনার কাজটিই গ্রামীণ হেল্প
অর্গানাইজেশন সম্পন্ন করে দিবে সহজ ভাবে l